খেলা

নিজেদের রেকর্ড ভাঙার পথে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

লা লিগায় ৭ বছর আগের গড়া নিজেদের রেকর্ডই স্পর্শ করলো বার্সেলোনা। দু’খেলায় ড্র করার পর শনিবার এইবারকে ২-০ গোলে হারায় তারা। চলতি লীগে শেষ দু’ম্যাচে এইবার ও গেতাফের সঙ্গে ড্র করেছিল কোচ আরনেস্তো ভালভার্দের দল। আর এ জয়ে লীগে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখালো তারা। এর আগে ২০১০-১১ মৌসুমে লা লিগায় সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে টানা ৩১ ম্যাচে অপরাজিত ছিল তারা। আর সব প্রতিযোগিতায় বার্সার অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ৩৯ ম্যাচে। ২০১৫-১৬ মৌসুমে ৩৯ ম্যাচের মধ্যে ৩২টিতে জয় ও সাত ম্যাচে ড্র করে কাতালানরা। সেবার ২৬ দলের বিপক্ষে এ ম্যাচগুলোতে মোট ১২২ গোল করে বার্সেলোনা। এর ৯০টিই করেন বার্সার দুই সুপারস্টার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
পরশু এইবারের বিপক্ষে জয়ে লীগ তালিকায় দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১০ এবং আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ২০ পয়েন্ট এগিয়ে রয়েছে এফসি বার্সেলোনা। ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে তারা। সমান ম্যাচে ৫২ পয়েন্টে এক ধাপ নিচে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে নিয়ে তালিকার চারে রয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন এইবারের মাঠে প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় লিওনেল মেসির পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এ নিয়ে চলতি আসরে ১৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এ উরুগুইয়ান স্ট্রাইকার। আর তিন গোল বেশি নিয়ে শীর্ষ গোলদাতা বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পরে ম্যাচের শেষ দিকে দলের বাকি গোলটি করেন স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জর্দি আলবা। দিনের আরেক ম্যাচে মালাগাকে ২-১ গোলে হারায় লীগ তালিকার তিন নম্বরের দল ভ্যালেন্সিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status