খেলা

সমালোচকদের ‘শকুন’ বললেন নেইমার সিনিয়র

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছ ৩-১ গোলে হার দেখে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে জোড়া গোলে ঝলমলে ক্রিস্টিয়ানো  রোনালদোর বিপরীতে মলিন নৈপুণ্য নিয়ে সমালোচকদের মন্দকথা শুনছেন নেইমার। ভিন্ন তরিকায় এর প্রতিক্রিয়া দেখালেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পিতা নেইমার সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৩০০ শব্দের দীর্ঘ এক পোস্ট দিয়েছেন  নেইমারের পিতা। সঙ্গে একটি ছবি। নেইমার ক্লান্ত পায়ে সান্টিয়াগো বার্নাব্যু মাঠে হাঁটছেন। সামনে ডানা মেলে তাকে গ্রাস করার অপেক্ষায় যেন একটা শকুন! ইনস্টাগ্রামে দেয়া সেই পোস্টের পরতে পরতে ক্ষোভ ঝেড়েছেন নেইমারের বাবা। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচ ছিল নেইমার ও নতুন পিএসজির প্রথম বড় পরীক্ষা। তাতে নেইমার পাস করেননি। এতে ফ্রান্সে চলছে তুমুল সমালোচনা। এত এত মিলিয়ন মিলিয়ন ইউরো ঢেলে লাভ হলো কী? গ্রীষ্মকালীন দলবদলে বিশ্বরেকর্ড ২২০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। নিন্দুকদের শকুনের সঙ্গে তুলনা করে দীর্ঘ পোস্টে নেইমারের পিতা  লিখেছেন, ‘যুদ্ধে কেউ কেউ বিজয়ীদের জয়গান গায় আর কেউ কেউ শকুনের মতো; যারা পরাজিতের লাশ ঠুকরে খায়। এই মানুষগুলো আসলে কিছুই করে না, কোনো কাজের না। এরা বেশির ভাগ সময় আলোচনা থেকে দূরে থাকে। নিজের অহংকে তুষ্ট করতে এরা ওত পেতে থাকে একটা পরাজয়ের অপেক্ষায়, শকুনেরা যেভাবে গলিত লাশকে খায়।’ নেইমারের পিতার পোস্টে রয়েছে  সতর্কবাণীও। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, আমরা একটা লড়াই হেরেছি, পুরো যুদ্ধটা নয়। আমার সন্তানের যুদ্ধটা তার  শৈশব থেকেই শুরু হয়েছে। আমার সন্তান সব সময় সেরাটাই লড়ে এসেছে, শকুনদের ব্যর্থ করেছে, নতুন করে ফিরে এসেছে আগের চেয়ে শক্তিশালী হয়ে। সবচেয়ে বড় কথা, সবাইকে শ্রদ্ধা করেছে, এমনকি শকুনগুলোকেও। চ্যাম্পিয়ন্স লীগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজ মাঠে ৬ই মার্চ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। নিজেদের মাঠে পিএসজি ২-০ গোলে জিতলে কোয়ার্টার ফাইনালে চলে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status