বাংলারজমিন

সারা দেশে জেলা প্রশাসককে বিএনপি’র স্মারকলিপি

বাংলারজমিন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনব্যাপী সংগৃহীত গণস্বাক্ষরসহ গতকাল সারা দেশে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বিএনপির স্মারকলিপি গ্রহণ করেন। এসময় জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, মহানগর সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী প্রমুখ।

হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিএনপি। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকা জেলা প্রশাসক মনীষ চাকমা স্মারকলিপি গ্রহণ করেন। কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি.কে গউছ, সহ-সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন।

রাজবাড়ী
রাজবাড়ী প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাবেক এমপি জেলা বিএনপি’র সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে রাজবাড়ী জেলা বিএনপি‘র একটি প্রতিনিধিদল রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট গণস্বাক্ষরের কপি ও স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত নেতাকর্মীদের মুক্তিসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি মো. নাসিরুল হক সাবু, জেলা বিএনপি’র সহ-সভাপতি, মো. রোকনুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপি’র তিনটি পক্ষ আলাদাভাবে জেলা প্রসাশকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে। সকাল ১১ ঘটিকার জেলা বিএনপি’র জেলা বিএনপি’র সভাপতি জনাব এম. নাসের রহমান পক্ষে সহ-সভাপতি এমএ মুকিতের নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০/১২ জনের একটি প্রতিনিধিদল ডিসি অফিসের সামনে গেলে প্রতিনিধি দলকে পুলিশ থামিয়ে দেয়। পরে তিনজনকে যেতে দেয় এ সময় জেলা সহ-সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি আশিক মোশারফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দিয়ে আসেন। স্মারকলিপি দেয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে আরো ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি হেলু মিয়া, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, যুবদলের সিনিয়র নেতা শফিউল রহমান ও তুফায়েল আহমদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দুপুর ১২টায়  ঘটিকায় সময় মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)-এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলাদ আহমদ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সর্বশেষ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করীম ময়ূন এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার দিক-নির্দেশনায় জেলা বিএনপি’র সহ-সভাপতি আবদুল বাতেন ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ যাদু বিএনপি’র প্যাডে লিখিত স্মারকলিপির কপি জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিমের হাতে তুলে দেন।  

গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিএনপি। সকালে জেলা ও মহানগর বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দীন বিএনপি নেতা এডভোকেট সুলতান উদ্দিন, শাখাওয়াত হোসেন সেলিম, বশির উদ্দীন বাচ্চু,  জয়নাল আবেদিন তালুকদার, হুমায়ুন কবির রাজু, মাহবুবুল আলম গোলাপ, জিয়াউল হাসান স্বপনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুর
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপি গতকাল সকাল ১০টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি প্রদানপূর্বক এক সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। জেলা প্রশাসনের কার্যালয়ে মাসুদ অরুণের  নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন বন্ধসহ তার মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসককে স্মারক লিপি দিয়েছে জেলা বিএনপি  ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার  বেলা ১২ টায় জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানার  কাছে স্মারকলিপিটি তুলে দেন।

ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। রোববার বেলা দুইটার দিকে জেলা প্রশাসক জাকির হোসেনের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এসএম মসিউর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী নেতা এডভোকেট আবদুল আহাদ, এডভোকেট মোজাফ্‌ফর হোসেন জাহিদ, এডভোকেট আবদুল আলীম ও এডভোকেট রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত।

নওগাঁ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। রোববার দুপুর সাড়ে ১২টার জেলা বিএনপি’র সভাপতি নাজমুল হক সনি নেতৃত্বে সদর উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন নওগাঁ জেলা বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় জেলা  প্রশাসক মিজানুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

চাঁপাই নবাবগঞ্জ
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁপাই নবাবগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। রোববার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জমায়েত হয়।

ফেনী
ফেনী প্রতিনিধি: জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। গতকাল সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরে পৃথকভাবে বিএনপি’র স্মারকলিপি কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। গতকাল রোববার দুপুরে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে  জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রধান করেন। এ সময় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দাবিতে সকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেত্বত্বে বিএনপি’র অপর অংশের নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নাটোর
নাটোর প্রতিনিধি:  নাটোরে জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল দুপুর ২টার দিকে দেশব্যাপী দলের তিনদিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে প্রদান করে।

নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। রোববার সকাল ১১টায় প্রথমে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান,  নজরুল ইসলাম বাবুল। বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকলেও জেলা প্রশাসকের পক্ষ ৫ জন নেতাকে স্মারকলিপি নিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে মহানগর বিএনপি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক রাব্বি মিয়ার নিকট স্মরক লিপিটি প্রদান করা হয়।

খুলনা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে:  খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে খুলনা জেলা বিএনপি। রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক আমিনুল আহসানের হাতে স্মারকলিপি তুলে দেন বিএনপি নেতারা।

নীলফামারী
নীলফামারী প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের কাছে স্মারকলিপি প্রদানের সময় দলের কেন্দ্রীয় তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা বিলকিস ইসলাম, মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা
নেত্রকোনা প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল রোববার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।  
দুপুর ১২টার দিকে নেত্রকোনা জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদের গেটে আটকে দেয়। পরে জেলা বিএনপির তিন শীর্ষ নেতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডা. আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু দলের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন।

ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে:  ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি। রোববার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমা দেয়ার আগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।
তিনি কোনোদিন দুর্নীতি করেননি। জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে তার সম্পৃক্ততাও নে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status