বাংলারজমিন

নীলফামারীতে দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৩৭ পূর্বাহ্ন

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্র জানায়, সদর উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার অসহায়, গরিব ও হতদরিদ্র ব্যক্তিদেরে আউট সোর্সিং এর মাধ্যমে এ নিয়োগ দেয়ার কথা থাকলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দসই লোকজনকে নিয়োগের সমস্ত আয়োজন সম্পন্ন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের একটি চক্র। অতিরিক্ত বয়স, ভুয়া শিক্ষাগত সনদ, এলাকার প্রভাবশালী, বিদ্যালয়ের দরজায় জীবনে পা মাড়েনি এমনও প্রার্থীকে প্যানেলে রাখার অভিযোগ উঠেছে। সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের রামকলা এলাকার অধিবাসীরা রামকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের অনিয়ম তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, সদ্য প্রকাশিত প্যানেলে একনম্বর প্রার্থী হিসেবে শ্রী প্রসেঞ্জিত কুমার, পিতা-শ্রী ক্ষীরদ চন্দ্র রায়কে রাখা হয়েছে। কিন্তু সে কোনোদিন প্রাথমিক কিংবা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেনি। অথচ তাকে কিভাবে প্যানেলে রাখা হয়েছে তা তদন্তের দাবি করেছেন এলাকাবাসী। অপর দিকে চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার হতদরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যবসায়ী আবু সাইদের পুত্র আব্দুল মোমিনকে প্যানেলে একনম্বরে রাখা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে ২৮টি বিদ্যালয়ের বেশির ভাগ বিদ্যালয়েই এলাকার হতদরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালীদের প্যানেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনিও অভিযোগ পেয়েছেন বলে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status