বাংলারজমিন

ধামরাইয়ে ব্যাংকের সিলগালা কারখানার যন্ত্রপাতি লুট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ধামরাইয়ের ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়ায় মেসার্স ন্যাশনাল ড্রাগ লিমিটেডের সিলগালা কারখানা থেকে এখন রাতের আঁধারে  কারখানার পরিচালক আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তি দেয়াল ভেঙে লুট করে নিচ্ছে মেশিনারিজ যন্ত্রপাতি। তবে যন্ত্রপাতি লুটের পর  দেয়াল ভাঙার স্থানে রাতেই দেয়াল তুলে দিয়েছেন তিনি। জানা গেছে, মেসার্স ন্যাশনাল ড্রাগের নামে ধামরাই বাঙ্গালপাড়া স্থানীয়, আব্দুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, মো. তৈমুর হোসেন, ওবাইদুর রহমান আর জমি বন্ধকদাতা বা জামিনদার শহীদুল্লাহ নামে কয়েকজন ব্যক্তি একে অপরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, ঢাকা থেকে কয়েক কোটি টাকা ঋণ গ্রহণ করেন। কয়েক বছর অতিবাহিত হলেও ঋণের টাকা পরিশোধ করেনি তারা। এতে ২০১২ সালের ৩১শে জুলাই পর্যন্ত মূলধনসহ মোট ৯ কোটি ২ লাখ ৩১ হাজার ৩০৮.৪৭ টাকা পাওনা হন। যা এখন আরও বেশি হয়েছে। পরে ব্যাংক কর্তৃপক্ষ জেলা ও দায়রা জজ অর্থঋণ আদালতের অধীন যুগ্ম জেলা জজ-১-এর ২২৮/২০১২, ৯০২/১৫ নম্বর মামলায় ব্যাংক ডিগ্রি পেয়ে মর্টগেজকৃত সম্পত্তি বিক্রির জন্য কয়েক দফা চেষ্টা করেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status