বাংলারজমিন

খুলনায় পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগেই প্রশ্নফাঁস

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

খুলনায় এসএসসি পরীক্ষার্থীদের একটি সংঘবদ্ধ চক্র প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত। এই চক্রটি পরীক্ষা শুরুর দেড়ঘণ্টা আগেই প্রশ্নফাঁস করে। তারা ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছে। গ্রেপ্তারকৃত নয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা তারা স্বীকার করেছে। এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই তারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত। গ্রেপ্তার করা পরীক্ষার্থীদের নামে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি স্পেশাল কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গত শনিবার এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল) বিষয়ে পরীক্ষা ছিল। সকাল আটটার দিকে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সকলেই এসএসসি পরীক্ষার্থী। তারা হলো-খালিশপুর থানার কাশিপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (১৮), হাবিবুর রহমানের ছেলে এসএসসি পরীক্ষার্থী নাইমুর রহমান (১৬), দৌলতপুর থানার পাবলা এলাকার মো. আনোয়ারুল হোসেনের ছেলে সাকিব হোসেন (১৮), যশোর জেলার সদর থানার কিশোরগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী ইব্রাহিম আল নাইম (১৬), পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার সাত্তার মল্লিকের ছেলে মো. সাজিদ (১৬), খালিশপুর থানার কাশিপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৮), সবুর খানের ছেলে সাব্বির হোসেন (১৮), দৌলতপুর থানা এলাকার মারিফুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী মোনায়েম শাহারিয়ার রাফি (১৬) ও হরিশেবক রায়ের ছেলে এসএসসি পরীক্ষার্থী চয়ন রায় (১৭)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status