বাংলারজমিন

জাবিকে অস্থিতিশীল করার পাঁয়তারা

জাবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনরগর বিশ্ববিদ্যালয়ের ভিসি পুন:নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ওঠে পড়ে লেগেছে একটি মহল। শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তারা। এ অভিযোগ ওঠেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের বিরুদ্ধে। এর আগে গতকাল প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ খানের আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয় অধ্যাপক ড. ফারজানা ইসলামকে দ্বিতীয় মেয়াদে পরবর্তী ৪ বছরের জন্য পুন:নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রেসিডেন্টের এ আদেশ উপেক্ষা করে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধার চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ ব্যানারে আওয়ামীপন্থী শিক্ষকদের ওই অংশটি আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এতে ক্ষুব্ধ আওয়ামীপন্থী শিক্ষকদের অপর অংশ। তারা অবস্থান নিয়েছেন ভিসি ফারজানা ইসলামের পক্ষে। এতে কর্মসূচি-পাল্টা কর্মসূূচিতে অশান্ত হয়ে ওঠছে ক্যাম্পাস।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম প্রেসিডেন্টের আদেশ বলে দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পাওয়ার চিঠি হাতে পান। আর এ আদেশ হাতে পর ওয়ার পরদিন (আজ) ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন প্রতিকী অবরোধের করার ঘোষণা দিয়েছে শিক্ষকদের এ সংগঠনটি। এদিকে প্রেসিডেন্টের আদেশের ওপর আস্থা রাখা ও বর্তমান ভিসিকে সহযেগিতা করা আওয়ামীপন্থী ৬ শিক্ষককে সংগঠন থেকে শোকজ করা হয়েছে। এই শোকজের প্রতিবাদ, নিন্দা ও প্রত্যাখ্যান করে রোববার বিকালে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল কবির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখা ও সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করার সহযোগিতা করায় সংগঠনটি আমাদের শোকজ করে ভিসি বিরোধে আন্দোলনের অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। যা সম্পূর্ণরূপে সরকার বিরোধী কর্মকান্ডের অন্তর্ভূক্ত। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, সরকারের সিদ্ধান্তে অটল থাকায় আমাদেরকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে শোকজ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির দায়িত্বে বা ডেপুটেশনে থাকা অধ্যাপক আবুল হোসেন ও অধ্যাপক আমির হোসেনের সমিতির দায়িত্ব অবৈধ উল্লেখ করে শোকজ পত্রটি প্রত্যাখ্যান করেন।
এদিকে ভিসি প্যানেল নির্বাচন প্রশ্নে ও প্রেসিডেন্টের আদেশের বিপরীত মেরুতে অবস্থান নিয়ে প্রশাসনিক ভবন অবরোধের সিদ্ধান্ত শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার সংকেত বলে আখ্যা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা এ কর্মসূচী প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। অবরোধের বিষয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধার চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সভাপতি ও প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘এটি দলগত সিদ্ধান্ত। কিন্তু প্রশাসনের পদে থাকায় আমি সেখানে উপস্থিত থাকবো না।’ আপনারা দুই প্রো-ভিসি সংগঠনটির সভাপতি ও সম্পাদকের পদে আসীন আছেন তাই আপনাদের সম্মতি ছাড়াই কি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে -এমন প্রশ্ন এড়িয়ে যান অধ্যাপক হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status