এক্সক্লুসিভ

সাক্ষাৎ পাননি চিকিৎসকরা

খালেদার সঙ্গে দেখা করেছেন স্বজনরা

স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:০৩ পূর্বাহ্ন

কারাবন্দি হওয়ার কিছুদিন আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার। নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া কারাগারে কিভাবে চলাফেরা করছেন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়েছিলেন ড্যাব নেতৃবৃন্দ। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও সাক্ষাৎ করতে না পেরে ফিরে যেতে হয়েছে তাদের। তবে গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা।
বেলা ১১টায় কারাফটকে যান ড্যাব নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা অধিদপ্তরে গিয়ে কারা-মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে একটি আবেদনপত্র জমা দেন ড্যাব নেতৃবৃন্দ। কারা ফটকের সামনে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা উদ্বিগ্ন। কিছুদিন আগেই খালেদা জিয়ার দুই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তিনি নানা রোগে আক্রান্ত। কারাগারের এই পরিবেশে তিনি কীভাবে চলাফেরা করবেন সেই পরামর্শ দিতেই আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তিনি যে অবস্থায় আছেন, এ অবস্থায় তাঁর মুভমেন্ট কী হবে, তিনি কিভাবে ওয়েট বিয়ার করবেন, তাকে এ বিষয়ে পরামর্শ দিতে এসেছিলাম। যাতে ভবিষ্যতে তিনি শারীরিক কোনো সমস্যায় না পড়েন।
এই চিকিৎসক নেতা আরও বলেন, কিন্তু তারা (কারা কর্তৃপক্ষ) সাক্ষাতের সুযোগ দেবেন না। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা একটা নিয়মের মধ্যে ফেলে আমাদের একটা ডিসহার্টেড করতে চাচ্ছে, যাতে আমরা আর না আসি। এ সময় ড্যাব নেতা ডা. মো. সিরাজুল হক ও ডা. মো. শহীদ হাসানও উপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে সাক্ষাৎ চেয়েছিলেন বিএনপি’র সাত চিকিৎসক নেতা। সাক্ষাৎ না পেয়ে তারাও ফিরে গিয়েছিলেন। এছাড়াও দুপুরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে কারাফটক থেকে ফিরে গেছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। এ সময় তিনি সাংবাদিকদের জানান, বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় ২৫শে মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মামলাটি উচ্চ আদালতে স্থগিত রয়েছে জানিয়ে আসামি পক্ষ থেকে অভিযোগ গঠন পেছাতে সময়ের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২৫শে মার্চ তারিখ ঠিক করেন। একই সঙ্গে সব আসামিকে ওইদিন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে, গতকাল বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন সেলিমা ইসলাম, ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নে অভিক এস্কান্দারসহ আরও দুইজন। বিকাল ৪টায় কারাগারে যান তারা। ৫টা ৫৫মিনিটে কারাগার থেকে বের হন। তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি খালেদা জিয়ার স্বজনরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status