এক্সক্লুসিভ

ইসি পথ হারায়নি- সচিব

স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপের গতি ও পথ হারায়নি বলে মন্তব্য করেছেন সাংবিধানিক এ সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। রোডম্যাপের কাজগুলো গতিহীন হয়ে পড়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রোডম্যাপে গতিহীনতা নাই। আমরা বিভিন্ন মহলের সঙ্গে যে সংলাপগুলো করেছি তার কপি কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি এডিট করতে আমাদের কিছু সময় লেগেছে। অন্যান্য বিষয়ে কার্যক্রমগুলো এখনো চলমান আছে। রোডম্যাপের গতি হারায়নি এবং পথও হারায়নি। এসময় ইসি’র ভারপ্রাপ্ত সচিব স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৫৩টি ইউপিতে উপনির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডে উপনির্বাচন,  ২টি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট হবে আগামী ২৯শে মার্চ। হেলালুদ্দীন আহমদ জানান, এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১লা মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ঠা মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১২ই মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ই মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৯শে মার্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status