বাংলারজমিন

বিশ্বনাথে বখাটে সুমনের ফাঁসির দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৮:৫৭ পূর্বাহ্ন

সিলেটের বিশ্বনাথে তাসলিমা খান রীমা (১৬) নামে কলেজছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারী স্থানীয় লামাকাজী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সুমন মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাগীব-রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, লামাকাজী সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থা ও এলাকার সর্বস্তরের সুনাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবসমাজ অংশগ্রহণ করে। প্রায় আধা কিলোমিটারব্যাপী বিস্তৃত মানববন্ধনে ‘রীমা হত্যার বিচার চাই, সুমনের ফাঁসি চাই’ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে লামাকাজী এলাকা। এ সময় ব্যস্ততম এ সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন হয়। মানববন্ধনের খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি এ ঘটনায় সবধরনের আইনি সহায়তার আশ্বাস দিলে আয়োজকরা মানববন্ধন প্রত্যাহারের ঘোষণা দেন। লামাকাজী এলাকার বিশিষ্ট মুরব্বি সামসুদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক ফয়জুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-  সমাজসেবক একেএম দুলাল, ফয়সল আহমদ মেম্বার, রাগীব-রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামাল মিয়া, মাসুক মিয়া, ছাত্রনেতা শীতল বৈদ্য, লামাকাজী সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ও বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য ফয়সল আহমদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status