বাংলারজমিন

টু ক রো খ ব র

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৮:৫৭ পূর্বাহ্ন

মুরাদনগরে আটকের ৩ ঘণ্টা পর মুক্ত ইমাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: মুরাদনগরে পুলিশের বিরুদ্ধে মাওলানা ইকবাল হোসাইন নামে মসজিদের ইমামকে আটক করে নির্যাতনপূর্বক ৩ ঘণ্টা পর মুক্ত করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলা সদরের উত্তর পাড়া আল-মাহমুদ জামে মসজিদের ইমামের সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মাওলানা ইকবাল হোসাইন জানান, ওইদিন তিনি জোহরের নামাজ পড়ানোর পর মসজিদের দরজা বন্ধ করে শুয়েছিলেন। এসময় মুরাদনগর থানা পুলিশ মসজিদ থেকে তাকে আটক করে বিএনপি বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মারধরপূর্বক থানায় নিয়ে যায়। পরে তাকে ৩ ঘণ্টা থানা হাজতে আটকে রেখে ছেড়ে দেয়া হয়।

যৌতুক ও বাল্যবিবাহকে ‘না’
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: যৌতুককে না ও বাল্যবিবাহে আবদ্ধ না হওয়ার অঙ্গীকার নিলেন শিক্ষার্থীরা। রোববার সকালে শপথ নেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন এ শপথ করান। এ উপলক্ষে রোববার সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউপি চেয়ারম্যান আলহাজ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন।

পরকীয়ার জেরে ঘটককে গলা কেটে হত্যা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রীর পরকীয়ার জের ধরে কুদরত আলী (৪০) নামে এক ঘটককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল   সকালে উপজেলার তারাগুনিয়া শালিমপুর ডাকবাংলার পিছনের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কুদরত আলী খলিশাকুন্ডি এলাকার পরেশ মণ্ডলের ছেলে। এ ঘটনায় স্ত্রী মাছুরা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী মাছুরা খাতুনের পরকীয়ার জেরে শনিবার গভীর রাতে নিজ ঘরে ঘটক কুদরত আলীকে ধারাল অস্ত্র দিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করে তার মৃতদেহ বাড়ির পার্শ্ববর্তী বাগানের ভেতর ফেলে রাখে।

বরুড়ায় স’মিলে আগুন
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে স’ মিলে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টায় লক্ষ্মীপুর বাজারের কুমিল্লা  চাঁদপুর মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত মো. রুহুল আমিন মিয়ার মালিকানাধীন স’ মিলের জেনারেটর রুম থেকে আগুন ও ধোঁয়া দেখতে পায় একই বাজারের হোটেল ব্যবসায়ী মো. জসীম মিয়া। জসীম মিয়া চিৎকার দিলে স’ মিলের ভিতরে থাকা হেলপার মো. ইসমাইল বের হয়ে ও এলাকার মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রামে মাদক ব্যবসায়ী আটক
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ শনিবার রাত ১১টার দিকে উপজেলার জোনাইল বাজার এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ নিজামউদ্দিন হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার বাড়ি পার্শ্ববর্তী পাবনা জেলার চাটমোহর এলাকায়। তার পিতার নাম আফজাল হোসেন।

সিংড়া পৌর পরিষদের বার্ষিক সম্মাননা
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার আয়োজনে ২০১৭ সালে পৌর শহর পরিচ্ছন্ন, আধুনিক ও নিরাপদ গড়ার লক্ষ্যকে বাস্তবায়নে ভূমিকা রাখায় পৌর পরিষদ ও পরিষদের কর্মকতা-কর্মচারীদের মাঝে বার্ষিক সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পৌর সম্মেলন কক্ষে সেরা করদাতা ৩জন সহ ১১০ জনকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

কুতুবদিয়ার মালেক শাহ হুজুর (র.) এর ওরস আজ
পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আধ্যাত্মিক সাধক আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী (র.) হুজুরের আজ ১৮তম বার্ষিক ওরস শরীফ। সোমবার ওরস  শরীফের প্রধান দিবস হলেও রোববার থেকে শুরু হয়েছে দুই দিনের কর্মসূচি। আর কুতুব শরীফ দরবারের এই দিনে বার্ষিক ওরস শরীফে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে।

স্বরূপকাঠিতে যুবকের আত্মহত্যা
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি: স্বরূপকাঠির পূর্ব সোহাগদল গ্রামের শাহ্‌ মো. শাহাবুদ্দিনের ছেলে শাহ্‌ মো. হাসানাত (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৭ই ফেব্রুয়ারি নিজ ঘরের দোতলায় প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে  আত্মাহুতি দেয় সে। পারিবারিক সূত্রে জানা যায়, হাসানাত ঢাকায় টেইলারিং এর কাজ করত। তিন দিন হয় ছুটি নিয়ে বাড়িতে আসে। ঘটনার দিন বিকাল অনুমান ৫টায় পিতার কাছে পাঁচশত টাকা চেয়ে না পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে।

বরগুনায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় চলতি দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২ শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।  রোববার (১৮ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্‌রাসা পরীক্ষা কেন্দ্রে কৃষি বিষয় পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, অসদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ কক্ষ পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শ্রেষ্ঠ ইউএনও পলাশের বাপ্পি
পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি জেলার শ্রেষ্ঠ ইউএনও ও শ্রেষ্ঠ স্টল হিসেবে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিল্পকলা একাডেমির সামনে উদ্ভাবনী মেলার শেষদিনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে  নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস পলাশের নির্বাহী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এনডিসি মাছুদুল হক সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়া প্রমুখ। মেলায় জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ ৮০টি স্টল অংশ নেয়।

পলাশে চালকের গলা কেটে অটো ছিনতাই
পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে আনোয়ার আলী নামে এক অটো চালকের গলা কেটে তার অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার আলী ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মহর আলীর ছেলে। ঘটনার পর এলাকাবাসী চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
আহত অটো চালকের বাবা মহর আলী জানান, শনিবার সন্ধ্যার একটু আগে ঘোড়াশাল বাজার থেকে রাবান এলাকায় যাওয়ার কথা বলে যাত্রীবেশে চারজন যুবক তার অটোতে উঠে। পরে তাকে রাবান এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গলা কেটে মৃত ভেবে অটো নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status