এক্সক্লুসিভ

চট্টগ্রামে সেই ‘কিশোর গ্যাংয়ের’ আরো ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৮:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেটে রেলস্টেশন সড়কের মুখে তল্লাশি চৌকিতে পুলিশকে গুলিবর্ষণকারী সেই ‘কিশোর গ্যাংয়ের’ মূলহোতা খোকনসহ আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
খোকন (২৪) ও তার সহযোগী আয়মান জিহাদ (২২)কে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আটক করা হয়। অপর সহযোগী মাহি (১৮)কে নগরীর রহমাননগর থেকে গতকাল ভোরে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার আয়মান এ লেভেলের ছাত্র। মাহিও এসএসসি পাস। এর আগে শনিবার সকালে নগরীর মুরাদপুর থেকে রাকিব ও প্রত্যয় নামে দু’জনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে ঘটনার সময় হাকিম নামে একজনকে পুলিশ ধরে ফেলে। এ নিয়ে পুলিশ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
এসআই নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে খোকনই পুলিশকে গুলি করে। তারা ওই সময় নগরীর কোনো এলাকায় ছিনতাইয়ের কাজে যাচ্ছিল। কিন্তু নগরীর ষোলশহর গেটের রেলস্টেশন সড়কের মুখে পুলিশের তল্লাশি চৌকিতে অস্ত্রসহ ধরা পড়ার ভয়ে পুলিশকে গুলি করে। এতে নগরীর পাঁচলাইশ থানার এসআই আবদুল মালেক (৪৮) হাঁটুতে গুলিবিদ্ধি হয়ে আহত হন।
পুলিশ এ সময় পাল্টা গুলি করলেও মোটারসাইকেল আরোহীদের গায়ে লাগেনি। ফলে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবদুল হাকিম অভি (১৯) নামে এক আরোহীকে জাপটে ধরে ফেলে তল্লাশি চৌকির এসআই নুরুল ইসলাম। তিনিই ওইদিন ১০-১২ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
নুরুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে চার কিশোর আরোহী থাকলেও আরো ১০-১৫ জন কিশোর তখন ঘটনাস্থলে ছিল। যারা হাকিমকে ছাড়াতে ঝাপটাঝাপটিও করেছিল। তারা এই কিশোর গ্যাংয়ের সদস্য কি-না তা তাৎক্ষণিকভাবে মাথায় আসেনি। এরাও একই দলের হতে পারে।
তবে জিজ্ঞাসাবাদে হাকিম পাঁচজন জড়িত থাকার কথা বললেও অন্য কারও জড়িত থাকার কথা স্বীকার করেনি। তার দেয়া তথ্যমতে, পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে রাকিব ও প্রত্যয়কে নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে রোববার ভোরে খোকনসহ এই গ্যাংয়ের আরো ৩ জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশকে গুলি করা পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান এসআই নুরুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, আটক প্রত্যয় কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাসা নগরীর সুগন্ধা আবাসিক এলাকায়। রাকিব নাসিরাবাদ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাসা নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে।
তিনি বলেন, গুলিবর্ষণকারী খোকনসহ গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গ্যাংয়ে আরো অনেক সদস্য রয়েছে। যাদের গ্রেপ্তার ও পুলিশকে গুলি করা পিস্তল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status