এক্সক্লুসিভ

বিএসএমএমইউ’র তৃতীয় সমাবর্তন আজ

স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৮:৩২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় সমাবর্তন আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে ১২০২ জন উচ্চতর ডিগ্রি অর্জনকারী চিকিৎসক সমাবর্তনে অংশ নিয়ে তাদের সনদ গ্রহণ করবেন। সমাবর্তনে  সাতজন জ্যেষ্ঠ শিক্ষক ও গুণী চিকিৎসককে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। সনদ অর্জনকারীদের মধ্য থেকে ছয়টি অনুষদ থেকে সর্বোচ্চ নম্বরধারী ছয়জনকে স্বর্ণপদক প্রদান করা হবে। ১৭ই ফেব্রুয়ারি এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান এই তথ্য জানিয়েছেন। দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বিএসএমএমইউ’র সমাবর্তনে সাতজন জ্যেষ্ঠ শিক্ষক ও গুণী চিকিৎসককে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। তারা হলেন-নেফ্রোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মতিউর রহমান, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মাহমুদ হাসান, শিশু বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক এম কিউ কে তালুকদার, অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার, ঢাকা ডেন্টাল কলেজের অর্থোডেনটিকস বিভাগের সাবেক অধ্যাপক মো. ইমদাদুল হক এবং এ বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেশিওলজি বিভাগের সাবেক অধ্যাপক আফজালুন নেছা। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএন্ডআর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। উল্লেখ্য, এরআগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status