বিনোদন

জুটন চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৮:০৭ পূর্বাহ্ন

চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী। শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মোহাম্মদপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন জুটন চৌধুরী। গতকাল দুপুরে এফডিসিতে তার মরদেহ আনা হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, পরিচালক শাহ আলম কিরণ, এ জে রানা, মতিন রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী চক্রবর্তী, হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ফরমান আলী, রশিদুল আমিন হলি, খোরশেদ আলম খসরু, আলিমুল্লাহ খোকন, বাচসাস সভাপতি আবদুর রহমান, জুটন চৌধুরীর বন্ধু ও সাংবাদিক মনিরুল ইসলাম, ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অভিনেত্রী শাহনূর, অভিনেতা তারিক আনাম খান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরো অনেকে। এফডিসির প্রযোজক সমিতির সামনে জুটনের মরদেহে বিভিন্ন সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এরপর শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। গতকাল বিকালেই রাজধানীর রাজারবাগের কালীবাড়ীস্থ শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। উল্লেখ্য, জুটন চৌধুরী দীর্ঘদিন দেশের জনপ্রিয় পাক্ষিক ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। আজকের অনেক তারকারই প্রথম কাভার স্টোরি তার হাতে করা। নিজের সম্পাদনায় তিনি ‘বিনোদনচিত্র’ নামের একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিন’-এ জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status