বিনোদন

শিল্পী সমিতির সদস্য তালিকা থেকে বাদ পড়বেন অনেকেই

স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৮:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মোট সদস্য সংখ্যা ৬২৪ জন। গত বছরের মে মাসে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে দুই বছরের জন্য সভাপতি হিসেবে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান কাজ করছেন। সমিতির দায়িত্ব নেয়ার পর এরই মধ্যে সমিতির ভেতরের পরিবেশ, সদস্যদের বসার জায়গা সুন্দর করেছেন তারা। এবার সমিতির কার্যনির্বাহী কমিটিসহ এক সভায় সমপ্রতি সিদ্ধান্ত নেয়া হয়েছে, যারা চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পী না হয়েও সদস্যের কার্ড নিয়েছেন তাদের আর সমিতির সদস্য হিসেবে রাখা হবে না। ফলে এ সদস্য তালিকা থেকে অনেকেই বাদ পড়বেন। এ প্রসঙ্গে গতকাল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মানবজমিনকে বলেন, শিল্পী সমিতির উপদেষ্টা কমিটি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, যাচাই-বাছাইয়ে দেখা গেছে অনেকেই চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পী নয়, এমনকি ১টি ছবিতে অভিনয় করে সদস্যপদ নিয়েছেন।
আবার অনেকে আছেন যারা ১টি ছবিতেও অভিনয় করেননি। এমন সদস্যদের আমরা সমিতির সংবিধান অনুযায়ী রাখতে পারবো না। তাই কমপক্ষে ২৫০ জন সদস্য বাদ পড়বে। সমিতির নিয়ম অনুযায়ী পূর্ণ সদস্য
হতে হলে একজন শিল্পীকে পাঁচটি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। আগামী ২৮শে ফেব্রুয়ারি সমিতির কক্ষে সদস্যদের ডেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। সবশেষ গত বছর ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status