অনলাইন

‘চা শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার’

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৩:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শিল্পের উন্নয়নে মালিকদের সঙ্গে  শ্রমিকদের উন্নয়নেও কাজ করছে সরকার, যা চায়ের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া বহুমুখী ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে আরো সমৃদ্ধ করার প্রচেষ্টাও সরকার চালাচ্ছে। আজ রোববার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।  
প্রধানমন্ত্রী বলেন, চায়ের গবেষণা ও এর বহুমুখি ব্যবহার বাড়াতে নজর দিতে হবে। দেশে বর্তমানে চায়ের উৎপাদন সাড়ে আট কোটি কেজি। যা ২০২৫ সালে ১৪ কোটি কেজিতে পৌঁছানোর চেষ্টা করছে সরকার। এজন্য চা মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা আরো বাড়াতে হবে। এছাড়া এ শিল্পে ৩ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে জড়িত। যার অধিকাংশই নারী।
তিনি আরো বলেন, বহুমুখী ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে আরো সমৃদ্ধ করতে হবে। চা শুধু পানীয় হিসেবে রাখলে চলবে না। এর বহুমুখীকরণ করতে হবে। চায়ের পাতা দিয়ে শ্যাম্পু, সাবান, লোশন ও আচারসহ অনেক কিছু প্রস্তুত করা সম্ভব। চায়ের পাতা দিয়ে টি-কোলা উৎপাদনে গবেষণা চলছে।
বঙ্গবন্ধু চাকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন উল্লেখ করে প্রধান মন্ত্রী বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু চাকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় চা শিল্প প্রসারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় চা শিল্প আজ অগ্রসরমান শিল্প।
এছাড়া এ অনুষ্ঠানে বিটি-২১ নামের চায়ের একটি ক্লোন জাত অবমুক্ত করা সহ চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
এ প্রদর্শনী ১৮ থেকে ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে দর্শনার্থীরা এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন। উদ্বোধনী দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা এবং ১৯ এবং ২০শে ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মেলা চলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status