অনলাইন

আন্দোলনে অচল বিসিসি

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ১২:১৬ অপরাহ্ন

কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশন। চলতি মাসসহ ৬ মাসের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার বন্ধের দিন হিসাব শাখায় তালা দেয়া হয়। আজ রোববার পুলিশ এনে সেই তালা খুলতে চেষ্টা করা হলে বাধা দেন কর্মচারীরা। এরপর চলে বিক্ষোভ। বেতনের দাবিতে কর্মচারীদের এই আন্দোলনে পুরোপুরি অচল হয়ে পড়েছে বিসিসি। মেয়র আহসান হাবিব কামাল বিসিসিতে আসেননি। তবে প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা সচিব আসরাইল হোসেন বেলা সাড়ে এগারোটার দিকে  আগে তার কক্ষে প্রবেশ করলেও তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। আন্দোলনকারীদের নেতা পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা জানান শুক্রবার বন্ধের দিন গোপনে ঠিকাদারদের অর্থ দেয়ার ফাইল নোটের কাজ চলছিল এমন সংবাদে তারা হিসাব শাখায় তালা মারেন। ৬ মাসের বেতন ভাতা বকেয়া থাকায় তারা মানবতার জীন যাপন করছেন। পেটে ক্ষুধা নিয়ে নগরবাসী সেবা প্রদান করা তাদের পক্ষে সম্ভব নয়। অথচ ঠিকাদাররা তাদের কাজের বিলের টাকা কর্মকর্তাদের ম্যানেজ করে বাগিয়ে নিচ্ছেন প্রতিনিয়ত।
[এমকে]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status