প্রথম পাতা

প্রশ্নপত্র তালাবদ্ধ রেখে প্রধান শিক্ষক ভোজে

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

প্রশ্নপত্র স্টিলের আলমিরায় তালাবদ্ধ রেখে প্রধান শিক্ষক গিয়েছিলেন একটি শ্রাদ্ধানুষ্ঠানে। তাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর। প্রধান শিক্ষকের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ার পাশাপাশি সচেতন মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার জেলার বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল কেন্দ্রে। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার দুপুর ২টায় তাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে মতে তারা কেন্দ্রে এসে জানতে পারেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও কেন্দ্র সুপার কৃষ্ণ কান্ত হাওলাদার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় একটি শ্রাদ্ধানুষ্ঠানে গেছেন। তিনি (প্রধান শিক্ষক) পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ে তার কক্ষের স্টিলের আলমিরায় তালাবদ্ধ করে রেখেছেন। ফলে ৪৮ জন পরীক্ষার্থী প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাধিক সদস্য ও শিক্ষকরা একাধিকবার প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও তিনি ভোজে ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি। প্রায় সোয়া এক ঘণ্টা পরে বিকেল সোয়া তিনটার দিকে প্রধান শিক্ষক স্কুলে এসে আলমিরা থেকে প্রশ্নপত্র বের করে দেয়ার পর পরীক্ষা শুরু করা হয়।
সূত্র মতে, পার্শ্ববর্তী উপজেলার কেন্দ্রগুলোতে দুপুর ২টায় একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন মোবাইলফোনে মাধ্যমে ফাঁস হয়ে যায়। এ ব্যাপারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশালের প্রশাসনিক কর্মকর্তা মো. শামীম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান উকিল বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status