দেশ বিদেশ

শাহজালালে জুতার ভেতরে বৈদেশিক মুদ্রা, আটক ১

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৮:২৯ পূর্বাহ্ন

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার নাম- কামরুল ইসলাম (৩৫)। এসময় তার কাছ থেকে ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২ শ’ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান মানবজমিনকে জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় ওডি-১৬৫ ফ্লাইটযোগে ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিল কামরুল। এসময় সে বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজের মাধ্যমে বোর্ডিং সম্পন্ন করলে শুল্ক গোয়েন্দা দল তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাইলে অস্বীকার করে। তিনি আরো জানান, পরবর্তীতে তার জুতার ভেতর বিশেষ কায়দায় কাগজে মোড়ানো ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২শ’ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়।
বাংলাদেশি টাকায় যার পরিমাণ হলো ১৫ লাখ ৮৬ হাজার দুইশ’ টাকা। চলতি বছর কামরুল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪ বার এবং ২০১৭ সালে ৩৩ বার বিদেশ গমন করেছেন। কামরুল বাংলাদেশ থেকে মুদ্রা পাচার করে মালয়েশিয়ায় বিক্রি করে এবং দেশে আসার সময় ল্যাপটপ, কসমেটিকস, সিগারেট ইত্যাদি নিয়ে আসার উদ্দেশে এসব মুদ্রা অবৈধভাবে বহন করে থাকে। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানা এলাকায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status