বিশ্বজমিন

রবার্ট মুয়েলারের রিপোর্ট

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত ১৩ রাশিয়ান

মানবজমিন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ১:০৯ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে একচুলও কাঁপেন নি আইন মন্ত্রণালয়ের স্পেশাল কাউন্সেলর রবার্ট মুয়েলার। প্রেসিডেন্ট নির্বাচনের আগে বা সময়ে ট্রাম্প টিমকে সহায়তা করেছিল রাশিয়া, ওই নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়াÑ গোয়েন্দা সংস্থার এমন বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। এ ঘটনায় রবার্ট মুয়েলার তদন্ত করছেন। তিনি রিপোর্টও সম্পন্ন করে ফেলেছেন। তাতে রাশিয়ার ১৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বলা হয়েছে, ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ওই ১৩ ব্যক্তির হস্তক্ষেপ করেছিল। শুক্রবার ৩৭ পৃষ্ঠার ওই রিপোর্টে বলা হয়েছে, এরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচিত হতে সাহায্য করেছে এবং তার বিরোধী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কাজ করেছে। অভিযুক্তরা হলেন মিখাইল ইভানোভিচ বিস্ত্রোভ, মিখাইল লিওনিদোভিচ বুরচিক, আলেকজান্দ্রা ইউরিয়েভনা ক্রাইলোভা, আনা ব্লাদিস্লাভোভনা বোগাচেভা, সের্গেই পাভলোভিচ পোলোজোভ, মারিয়া আনাতোলিয়েভনা বোভদা, রবার্ট সের্গেয়েভিচ বোভদা, ডিখুন নাসিমি ওগলি আসলানোভ, ভাদিম ব্লাদিমিরোভিচ পোদকোপায়েভ, গ্লেব ইগোরেভিচ ভাসিলচেঙ্কো, ইরিনা ভিতোরোভনা কাভেরজিনা, ইয়েভগেনি ভিকতোরোভিচ প্রিগোঝিন ও ভøাদিমির ভেনকোভ। এ খবর দিয়েছে লন্ডনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণ। এতে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে সহায়তা করার কারণে হস্তক্ষেপ করার জন্য ১৩ রাশিয়ানের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ গঠন করা হয়েছে। রবার্ট মুয়েলারের অফিস থেকে বলা হয়েছে, এর সঙ্গে যুক্ত রয়েছে রাশিয়ার তিনটি সংস্থা। এর মধ্যে অন্যতম হলো রাষ্ট্র সমর্থিত ইন্টারনেট রিসার্চ এজেন্সি। তাদেরকেও ওয়াশিংটন ডিসিতে অভিযুক্ত করেছে ফেডারেল গ্রান্ড জুরি। রবার্ট মুয়েলার তার রিপোর্টে অভিযোগ করেছেন, ট্রাম্প টিমের সহযোগিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল রাশিয়ার অপারেটিভরা। তবে তারা কোনো সমঝোতা করেছিল কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয় নি। এ বিষয়ে ডেপুটি এটর্নি জেনারেল রড রোজেনস্টেইন ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, কোনো মার্কিনির বিরুদ্ধে অভিযুক্ত করার কোনো কথা নেই এতে এই রিপোর্টে। এ অভিযোগের অর্থ হলো, রাশিয়ানদের তৎপরতা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের ওপর কোনো প্রভাব ফেলে নি। তার এ বক্তব্যকে লুফে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার হোয়াইট হাউজ। তারা বলছেন, কোনো সমঝোতা হয় নি রাশিয়ানদের সঙ্গে। নির্বাচনেও তার কোনো প্রভাব ফেলে নি। তবে অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ২০১৪ সাল থেকেই সক্রিয়। তারা যুক্তরাষ্ট্রের শৃংখলা ভাঙার চেষ্টা চালিয়ে গেছে। তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় এ জন্য হস্তক্ষেপ করেছে। অভিযুক্তদের একজন হলেন ইয়েভগেনি প্রিগোঝিন। অীভযোগ আছে, কনকর্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটিং, কনকর্ড ক্যাটারিং সহ নিজের নিয়ন্ত্রণে থাকা কোম্পানিগুলো ব্যবহার করে তিনি যুক্তরাষ্ট্রে অপারেশনে অর্থ যোগান দিতেন। এক পর্যায়ে এ ক্ষেত্রে তার মাসিক বাজেট দাঁড়ায় ১২ লাখ ৫০ হাজার ডলার। এই অর্থ দিয়ে তিনি অপারেটিভদের বেতন ও বোনাস দিতেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status