দেশ বিদেশ

‘দিনে ছিনতাই রাতে ডাকাতি’

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৮:৫২ পূর্বাহ্ন

দিনে বিচ্ছিন্ন। রাতে সংঘবদ্ধ। দিনে একক বা ছোট দলে নামে ছিনাতইয়ে। আর রাতে দলবল নিয়ে নামে ডাকাতিতে। ডাকাতির প্রস্তুতিকালে এমন এক ছিনতাইকারী ও ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাদেক খান পেট্রোল পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব ২। ওই পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ইব্রাহীমের দোচালা পরিত্যক্ত টিনের ঘরের দেশীয় অস্ত্র ও রঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।
এতে গ্রেপ্তারকৃতরা হলো, মাসুদ সরদার (২৮), আবুল হাসান (৩০), আক্তার হোসেন (৩৮), সহিদ বেপারী (৩৫) ও সজল চৌধুরী (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি স্ক্রু ড্রাইভার, ৪টি মোবাইল ও ২ হাজার ৬৮৬ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, মাসুদ বরিশালের গৌরনদী থানার উত্তর পালরদী এলাকার সোকান্দার সরদারের, আবুল হাসান নেত্রকোনার কলমাকান্দা থানার শিবপুর এলাকার মনতাজ উদ্দিনের ও সহিদ ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর এলাকার সিরাজ বেপারীর পুত্র। তারা তিনজন রাজধানীর হাজারীবাগে থাকেন। আক্তার হোসেন মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ী থানার হাসাইল এলাকার ইসমাইলের হোসেনের এবং সজল লক্ষ্মীপুর সদর থানার দক্ষিণ চন্দ্রপুর এলাকার হাজীপাড়ার মৃত ফয়েজ আহম্মেদের পুত্র। তারা দু’জন মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গতকাল র‌্যাব মিডিয়া সেন্টারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাব আরো জানায়, তারা দিনের বেলায় ছোট ছোট দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এককভাবে সিএনজি বা গণপরিবহনে ভিড়ের মধ্যে মানিব্যাগ, মোবাইল ইত্যাদি ছিনতাই করে থাকে। আর রাতে দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status