দেশ বিদেশ

প্রশ্ন ফাঁস চক্রের আরো দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৮:৫২ পূর্বাহ্ন

রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডের ঢাকা ওরিয়েন্টাল কলেজ গেটের মাসুদ টেলিকম নামে এক বিকাশ দোকান থেকে প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাদেরকে আটক করে র‌্যাব-২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- ড্যাফোডিল ইউনিভার্সিটির ধানমন্ডি শাখায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের নবম ও দশম সেমিস্টারের ছাত্র রেদোয়ান আহম্মদ (২৪) ও বেলাল হোসাইন (২৩)। রেদোয়ান যশোরের চৌগাছা থানার মুক্তারপুর এলাকার বড় কাবিলপুরের আব্দুল মান্নানের ও বেলাল একই জেলার ঝিকরগাছা থানার গুলবাগপুরের বেঙ্গদা এলাকার মো. হযরত আলীর পুত্র। তারা দুজন ঢাকার ধানমন্ডিতে থাকে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের মিডিয়া সেন্টার এসব তথ্য জানায়।
তাদের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাব আরো জানায়, এই দুই বিশ্ববিদ্যালয় ছাত্র ফেসবুক, মেসেঞ্জার ও এর ক্যামিস্ট্রি ২০১৮ গ্রুপের সঙ্গে অপর গ্রুপের যুক্ত হন। এরপর ওই গ্রুপের এডমিন এর মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে যুক্ত হন। এর আগে তারা বিভিন্ন পরীক্ষায় একই ভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের নিকট হতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের দেয়া তথ্য যাচাই করে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে বলে জানিয়েছে র‌্যাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status