বিশ্বজমিন

ফ্লোরিডা স্কুল হামলা

হামলাকারী সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল শিক্ষক ও এফবিআইকে

মানবজমিন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৩:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে তার শিক্ষক ও এফবিআইকে হামলার আগেই সতর্ক করা হয়েছিল। গত বছর ইউটিউবে এক পোস্টে ক্রুজ মন্তব্য করেছিল, সে একজন ‘প্রফেশনাল  স্কুল শুটার’ হবে। বাংলায় বললে, বিভিন্ন স্কুলে পেশাদারিত্বের সঙ্গে বন্দুক হামলা চালাবে সে। তার ওই মন্তব্য দেখে এক ব্যক্তি তার সম্বন্ধে এফবিআই’কে ফোন করে জানায়। এফবিআই এখন পুনরায় ওই সতর্কতা পর্যালোচনা করে দেখছে। প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহ¯পতিবার পার্কল্যান্ডের ওই স্কুলে একটি রাইফেল দিয়ে হামলা চালায় ক্রুজ। হামলায় ১৭ জন নিহত হয়েছে। ২০১২ সালের পর যুক্তরাষ্ট্রের কোন স্কুলে চালানো সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা ছিল এটি। ১৯ বছর বয়সী ক্রুজ পূর্বে পার্কল্যান্ডের ওই স্কুলের ছাত্র ছিল। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করে দেয়া হয়। তাকে ১৭টি পূর্ব-পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যার দায় স্বীকার করেছে।       এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ক্রুজের আচরণ নিয়ে এফবিআইয়ের সঙ্গে গত বছর যোগাযোগ করেছিলেন বেন বেনাইট নামের এক ব্যক্তি। এফবিআই এই সতর্কতার বিষয় স্বীকার করেছে। সতর্ক করা হয়েছিল তার স্কুলের শিক্ষকদেরও। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাকে স্কুলে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হতোনা। এফবিআই বলেছে, তারা ওই ইউটিউব মন্তব্যের বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু কোন ব্যক্তি ওই পোস্ট দিয়েছিল তা এখনো সনাক্ত করতে পারেনি তারা। এফবিআই জানিয়েছে, ইউটিউবের ওই মন্তব্য দেখার পর বেনাইট এফবিআইকে ক্রুজ সম্বন্ধে সতর্ক করতে ফোন দেন ও একজন প্রতিনিধির সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে কথা বলেন। পার্কল্যান্ড হামলার পর পুনরায় ওই বিষয়ে এফবিআই’য়ের সঙ্গে যোগাযোগ করেন বেনাইট। এছাড়া, হামলা চালানো স্কুলের গণিত বিষয়ের শিক্ষক জিম গার্ড মিয়ামি হেরাল্ডকে বলেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের ক্রুজের আচরণ সম্বন্ধে সতর্ক করে ই-মেইল পাঠিয়েছিলেন। তিনি বলেন, আমাদেরকে গত বছর বলা হয়েছিল তাকে যেন স্কুলে ব্যাকপ্যাক নিয়ে ঢুকতে না দেয়া হয়। সে গতবছর কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দিয়েছিল। আর আমার মনে হয়, তাকে পরবর্তীতে স্কুল ছেড়ে দিতে বলা হয়। ক্রুজ ঠিক কি কারণে স্কুল থেক বহিষ্কৃত হয়েছিলেন সে বিষয় ¯পষ্টভাবে জানা যায়নি। তার সাবেক সহপাঠী জশুয়া চারো জানায়, ওই স্কুলের শিক্ষার্থী থাকাকালীন সময়ে ক্রুজের ব্যাকপ্যাকে ‘গুলি’ পাওয়া গিয়েছিল। হামলার পর চারো বলেন, আমি বলতে পারবোনা যে, আমি আসলে বিস্মিত হয়েছি। তাকে দেখে মনে হতো যে, তার পক্ষে এসব সম্ভব।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুজের চালানো হামলায় মোট ১৭ জন প্রাণ হারিয়েছে। প্রাথমিকভাবে ১২ জনের নাম জানা প্রকাশ করা হলেও পরবর্তীতে ১৭ জনের নামই প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন- জনপ্রিয় এক (আমেরিকান) ফুটবল কোচ, একজন ফুটবল খেলোয়াড়, এক সানাই বাদক, আলিসা আলহাদেফ(১৪) নামের এক শিক্ষার্থীসহ অন্যান্যরা। আলহাদেফ এর মা লরি আলহাদেফ জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য তার একটি বার্তা আছে। বার্তাটি হচ্ছে- ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের পদক্ষেপ দরকার, আমাদের পরিবর্তন দরকার। এই তরুণ ছেলে-মেয়েদের হাত থেকে বন্দুক সরিয়ে নিন। এই রাস্তাগুলো থেকে বন্দুক সরিয়ে নিন।’  উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক ক্রয় খুবই সহজলভ্য। ট্রাম্প সাধারণত বন্দুক কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে থাকেন। সম্প্রতি দেশটিতে ঘটা বন্দুক হামলার ক্ষেত্রে হামলাকারীদের মানসিক স্বাস্থ্যের দোষ দিচ্ছেন। সাম্প্রতিক হামলা নিয়ে তিনি টুইটারে লিখেছেন- ফ্লোরিডা বন্ধুকধারী যে মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিল তার অনেক ইঙ্গিত পাওয়া যায়। তাকে এমনকি খারাপ ও লক্ষ্যভ্রষ্ট আচরণের জন্য স্কুল থেকে বহিষ্কারও করে দেয়া হয়েছে। প্রতিবেশী ও সহপাঠীরা জানতো যে, সে একটি বড় সমস্যা। অবশ্যই এ ধরণের নিদর্শন সম্বন্ধে কর্তৃপক্ষকে বারবার জানাতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status