এক্সক্লুসিভ

পাঠক, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত মানবজমিন

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ১০:১৮ পূর্বাহ্ন

একুশতম বর্ষে পদার্পণের দিনে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও নানা শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়েছে বাংলা ভাষার প্রথম বাংলা ট্যাবলয়েড দৈনিক মানবজমিন। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন মানবজমিন পরিবারের সদস্যরা। দুপুরে সহকর্মীদের সঙ্গে নিয়ে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কাটেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক এবং প্রকাশক মাহবুবা চৌধুরী। এ সময় দৈনিক মানবজমিন-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে ব্যবস্থাপনা সম্পাদক কেএম বাবর আশরাফুল হক, যুগ্ম সম্পাদক শামীমুল হক, বার্তা সম্পাদক কাজল ঘোষ, যুগ্ম বার্তা সম্পাদক তালহা বিন নজরুল, বিনোদন বিভাগের প্রধান মোশাররফ রুমী, নগর সম্পাদক লুৎফর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন, ফিচার সম্পাদক মু. আ. কুদ্দুস, মহাব্যবস্থাপক (মানবসম্পদ) আনিসুর রহমান, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) মো. মোশাররফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রচার ও ডিজিটাল মিডিয়া) সারোয়ার হোসেন টুটুল, প্রধান হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন (নারায়ণগঞ্জ), রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়সহ মানবজমিন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে দিনভর কাওরান বাজারের কার্যালয়ে এসে শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ওয়ালটনের পক্ষে শুভেচ্ছা জানাতে আসেন নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির, রবির হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবির, কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার আশিকুর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুর রহমান, সংগীত তারকা শুভ্র দেব, রবি চৌধুরী, জাজ মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবদুল আজিজ, বাংলাভিশনের ঊর্ধ্বতন অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ, চিত্রনায়ক শিপন, সানজু, চিত্রপরিচালক ডা. ইলা, সংগীত শিল্পী সালমা আক্তার, সংগীত শিল্পী ইলিয়াস হোসেন ও পূজা। এদিকে টেলিফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনভর শুভেচ্ছা জানিয়েছেন ও শুভ কামনা করেছেন অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ী।




(ছবি: শাহীন কাওসার, মুজাহিদ সামিউল্লাহ ও নাসির উদ্দিন)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status