দেশ বিদেশ

শিক্ষা প্রশাসনে রদবদল শুরু

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৪১ পূর্বাহ্ন

শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। গতকাল ৯ জন উপজেলা শিক্ষা অফিসারকে অন্যত্র বদলি করা হয়েছে। আরও বদলির ফাইলে সাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মাহাবুবুর রহমান। এর মধ্যে আছেন, ৭ জন জেলা এবং ২০ জন উপজেলা শিক্ষা অফিসার। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এমপিওভুক্তিতে শিক্ষকদের হয়রানি, ঘুষসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। জেলা ও উপজেলার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির পর বিভিন্ন বোর্ডের কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রেষণ বাতিল করা হবে। এরমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার, কলেজ পরির্দশক আশফাকুস সালেহীন রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে মাউশি’র মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান মানবজমিনকে বলেন, যাদের বদলি করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের আলোকে বদলি করা হয়েছে। এ বদলি চলমান থাকবে। তবে কতজনকে বদলি করা হচ্ছে, এই তালিকায় কারা কারা আছেন তা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, শুধু চোখ রাখেন। সব স্পষ্ট হবে। জানা গেছে, বদলি হওয়ার কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার কমলাকান্দার উপজেলা শিক্ষা অফিসার এসএম আবদুল ওয়াজেদ তালুকদারকে লক্ষ্মীপুরের কমলনগর, ময়মনসিংহ ত্রিশালে ঝিল্লুর রহমান আনমকে খাগড়াছড়ির গুঁইমারা, চাঁপাই নবাবগঞ্জ নাচোলের শিক্ষা অফিসার কাজী আঃ মোকিমকে শরীয়তপুরের ডাকড্যা, মাদারীপুরের সদর উপজেলার শিক্ষা অফিসার এসএম সাইফুল আলমকে পটুয়াখালীর দুমকী, মাদারীপুর কালকিনির আবদুল জলিলকে নওগাঁও রাণীনগর, মাদারীপুর রাজৈর উপজেলা শিক্ষা অফিসার সনজিব কুমার বালাকে বান্দরবানের রুয়াংছড়ি, শরীয়তপুর ভেদরগঞ্জ মনিরুজ্জামান চৌধুরীকে রাঙ্গামাটির কাউখালী, ঠাকুরগাঁও পীরগঞ্জের আরিফুল্লাহকে কক্সবাজারের রামু, বরিশালের বানারীপাড়া অলী আহাদকে খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। আগামী ১৯শে ফেব্রুয়ারির মধ্যে তারা বিমুক্ত না হলে ঐদিন বিকালের পর তা তাৎক্ষণিক বিমুক্ত হবেন বলে অর্ডারে বলা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status