দেশ বিদেশ

আবুধাবিতে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতি দেশে ফিরবেন কাল

কূটনৈতিক রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

ইতালি এবং ভ্যাটিকান সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আবুধাবিতে। বুধবার রাতে রোম থেকে রওনা করে বৃহস্পতিবার সকালে তিনি আমিরাতে পৌঁছান। কাল তিনি দেশে ফিরবেন। সরকারী একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আবুধাবিতে যাত্রা বিরতি পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে এক দিন বেড়েছে। আগের সিডিউল মতে শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার। প্রধানমন্ত্রী ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো’র আমন্ত্রণে ইফাদ’র ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে অংশ নেন। আর পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পেইত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করেন। ১১ই ফেব্রুয়ারি ইতালীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status