এক্সক্লুসিভ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে থাই ভিসা প্রক্রিয়াকরণ সেবায় সায়মন ওভারসিজ

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

থাইল্যান্ড দূতাবাস ঢাকা কর্তৃক তাদের পক্ষে ভিসা সেবা প্রদানকারী হিসেবে সায়মন ওভারসিজকে মনোনীত করেছে। সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি, থাইল্যান্ডের রাষ্ট্রদূত এমএস প্যানপিমন সুয়ান্নাপঞ্জে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সায়মন গ্রুপের সিইও মো. ওয়াজিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামি এম সালেহ। তিনি শুরুতেই থাই দূতাবাস কর্তৃপক্ষকে সায়মন ওভারসিজকে তাদের পক্ষে ভিসা প্রক্রিয়াকরণের জন্য মনোনীত করায় ধন্যবাদ জানান। এই নিযুক্তির ফলে ব্যক্তি, ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট আবেদনকারীগণ আরো দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য সেবা স্বল্প সময়ে পাবেন। সায়মন ওভারসিজ সায়মন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিমান ভ্রমণ ও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস কর্তৃক ভিসা প্রক্রিয়াকরণ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেশীয় ও নিজ প্রযুক্তিগত প্রক্রিয়ায় ব্যক্তি, দেশি-বিদেশি সংস্থা ট্রাভেল এজেন্টদের ভিসা সেবা প্রদান করে থাকে। থাইল্যান্ড ভ্রমণে ইচ্ছুক ভিসা আবেদনকারীগণ এখন থেকে ঢাকার সায়মন সেন্টার, বাড়ি নং ৪/এ, সড়ক নং ২২, গুলশান-১, চট্টগ্রামে আইউব ট্রেড সেন্টার, ষষ্ঠ তলা ১২৬৯/বি, শেখ মুজিব রোড আগ্রাবাদ বা/এ, সিলেটে ১/১, আনন্দ টাওয়ার জেল রোড এর ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা দিতে পারবেন। এছাড়া িি.িঃযধরারংধনফ.পড়স এ ভিজিট করে বিস্তারিত তথ্য পেতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status