দেশ বিদেশ

বালিয়াডাঙ্গীতে মা মেয়েসহ ৩ জনের রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক ঘটনায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। স্বামীর পরিবারের দাবি এটি বিষপানে আত্মহত্যা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কড়িয়া গ্রামের রুবেলের স্ত্রী মনসুরা বেগম ও ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের সাবিনা আক্তার (২৮) ও তার প্রতিবন্ধী মেয়ে শারমিন আক্তার (১৫) এর রহস্যজনক মৃত্যু হয়। মৃত গৃহবধূ মনসুরা বেগম ও স্বজনরা অভিযোগ করে বলছেন, গত তিনদিন ধরে মনসুরাকে খেতে দেয়া হয়নি। মানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। এ হত্যাকাণ্ডে বিচার দাবি করেছেন মনসুরার মা রেজিনা বেগম। তবে স্বামী রুবেলের দাবি তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনসুরার স্বামী রুবেল ও শ্বশুর তফিজুল ইসলামকে আটক করেছে। এদিকে ওই উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২৮) ও তার প্রতিবন্ধী মেয়ে শারমিন আক্তার (১৫) গত মঙ্গলবার সকালে বিষ পান করলে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন বিকেলে সাবিনা আক্তার ও পরদিন বুধবার সকালে শারমিন আক্তার মারা যায়। বুধবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ স্বামী আজহারুল ইসলামকে আটক করেছে। মৃত সাবিনা আক্তারের স্বজনরাও এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status