দেশ বিদেশ

রংপুরে আদালত পাড়ায় হামলা বাদী-বিবাদীর পাল্টাপাল্টি অভিযোগ, আটক-২

জাভেদ ইকবাল রংপুর থেকে

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজিরা শেষে আইনজীবী ও আসামির ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত করেছে বাদী ও তার সঙ্গীরা। এ ঘটনায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত। ছুটে আসে চারপাশ থেকে আইনজীবী ও সাধারণ মানুষ। বেঁধে যায় তুমুল হট্টগোল। দেখা দেয় উত্তেজনা। এ সময় বিক্ষুব্ধ আইনজীবী ও মানুষজন মামলার বাদী নওরীন ও দিয়া নামের দুই জনকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বাদী ও বিবাদী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬৯৪/১৬ মামলার হাজিরা দিতে আসেন তারাগঞ্জ উপজেলা সদরের বেলাল হোসেন। তিনি হাজিরা শেষে ট্রাইব্যুনালের সামনে আইনজীবী ছামছিয়া বেগমের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মামলার বাদী রংপুর মহানগরীর গুড়াতিপাড়ার রাজানুল হোসেন রাজুর কন্যা এসমোতারা নওরীন এসে মামলার আসামি বেলাল হোসেনকে অকথ্য ভাষায় কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত নওরীন বেলালকে চর-থাপ্পড় মারা শুরু করেন। এতে আইনজীবী সামছিয়া বাধা দেয়ার চেষ্টা করলে নওরীন ও তার সঙ্গী দিয়া তাকেও লাঞ্ছিত করে। পরে অন্য আইনজীবীরা এসে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এসমোতারা নওরীন ও দিয়া ইসলামকে আটক করে নিয়ে যান। কোতোয়ালি থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, আমরা দুই জনকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে এসেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নারী নির্যাতন মামলায় নওরীনের পক্ষে মামলাটি পরিচালনা করতেন জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী। তিনি সমপ্রতি মামলাটির দায়িত্ব দেন সিনিয়র আইনজীবী রইচ উদ্দিন বাদশাকে। অ্যাডভোকেট রইচ উদ্দিন বাদশা পাল্টা অভিযোগ করে বলেন, মামলার শুনানি শেষে আমি এজলাস থেকে বেরিয়ে যাই। এরপর শুনেছি মামলার আসামি পক্ষ আমার মক্কেল নওরীনের ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে উল্টো মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি মানবজমিনকে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status