এক্সক্লুসিভ

অবিশ্বাস্য হলেও সত্যি!

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:৩১ পূর্বাহ্ন

- মানব মস্তিষ্ক ইতিবাচক স্মৃতির চেয়ে নেতিবাচক স্মৃতি বেশি মনে রাখে।
- মহাকাশে পাঠানো প্রথম প্রাণী মাছি। ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের ভি-২ রকেটে মাছিদের মহাকাশে পাঠানো হয়। এবং তারা জীবন্ত অবস্থায় পৃথিবীতে ফেরত আসে।
- একই ধরনের সামাজিক দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব গড়ে ওঠে।
- ২০১৩ সালের জানুয়ারি মাসে জিম্বাবুয়ে সরকারের ব্যাংক ব্যালেন্স মাত্র ২১৭ ডলারে এসে দাঁড়ায়।
- সামাজিক বন্ধুবৎসল ব্যক্তিদের কঠিন রোগে আক্রান্ত অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি।
- কোনো মানুষের কাছে নিয়মিত ছোটখাটো সাহায্য চাইলে তার মস্তিষ্ক সাহায্যপ্রার্থীকে পছন্দ করতে শুরু করে।
- চীনের মধ্যাঞ্চলের গ্রামবাসী ডায়নোসরের হাড়কে ওষুধ হিসেবে ব্যবহার করে।
- জাপানের আবিষ্কারকগণ এয়ার বনসাই নামের একটি বনসাই উদ্ভাবন করেছেন, যা বাতাসে ভাসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status