দেশ বিদেশ

বিএসএমএমইউ’র প্রো-ভিসি ডা. জাকারিয়া স্বপন আর নেই

স্টাফ রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা), চর্ম রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মরহুম অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার পুত্র রাফি জাকারিয়া সিনিয়র ব্যাংক কর্মকর্তা, মেয়ে তাসনিম জাকারিয়া কানাডায় অধ্যয়নরত এবং স্ত্রী শামীম আরা বেগম সরকারি কর্মকর্তা। মরহুমমের জানাজা বুধবার বিকাল ৩টায় এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ ময়মনসিংহ জেলার ত্রিশালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন করার কথা রয়েছে। অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন-এর মরদেহে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক  ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status