প্রবাসীদের কথা

খালেদা জিয়ার মুক্তির দাবি হংকং বিএনপির

স্টাফ রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদার বিরুদ্ধে বিশেষ আদালতের পাঁচ বছরের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছে দলটির হংকং প্রবাসী শাখা। হংকং বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিকির সভাপতিত্বে রোববার হংকং সিটির এক হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় হংকং বিএনপির উপদেষ্টা দেওয়ান সাইফুল আলম মাসুদ প্রধান অতিথি, হংকং বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নিজামী স্বপন প্রধান বক্তা ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। যখন এ আন্দোলন একটি কাঙ্ক্ষিত লক্ষ্যের দ্বারপ্রান্তে তখন খালেদা জিয়াকে অপমানিত ও হেনস্থা করতে ভিত্তিহীন মামলায় রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। এখন তাকে আগামী জাতীয় নির্বাচন থেকে বাইরে রাখার পাঁয়তারা করছে সরকার। বক্তারা বলেন, এ রায় কোনো আইনি রায় নয়, সরকার নির্দেশিত রাজনৈতিক রায়। দেশবাসী এ রায় প্রত্যাখ্যান ও তার মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ হতে তারা সবার প্রতি আহ্বান জানান। হংকং বিএনপির উপদেষ্টা মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় নাহিদুল ইসলাম আজমল, আমিন, এসএম মহিউদ্দিন, সৈয়দ একরাম এলাহি নাসের প্রমুখ বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status