দেশ বিদেশ

কোস্টগার্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন পদক পেতে যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশ কোস্ট গার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এবার কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কর্মকর্তা-কর্মচারী পদক পেতে যাচ্ছেন। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পাবেন ২২ জন কর্মকর্তা, ১৬ জন নাবিক ও দুই জন অসামরিক কর্মকর্তা- কর্মচারী। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ কোস্ট গার্ড সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশ কোস্ট গার্ড পদকের জন্য মনোনীতরা হলেন- ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন, কমান্ডার মোস্তফা কামাল রশীদ, লে. কমান্ডার এম ওমর ফারুক, লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ, লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান, লে. এম সেলিম বিশ্বাস, পিও এম বাদল শিকদার, এলআরও এম জাহাঙ্গীর আলম ও এম মজিবর রহমান। এ ছাড়া প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদকের জন্য মনোনীতরা হলেন- কমান্ডার এম জালাল উদ্দিন চৌধুরী, লে. কমান্ডার জুলহাস ফয়সাল, লে. কমান্ডার তাসকীন রেজা, লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান, এনইউএম খালিদ, পিও এম মোক্তার হোসেন, এম সাইফুল আবছার, ইআরএ-৪ এম তছলিম উদ্দিন, পিওআরএস (জি) এম মশিউর রহমান ও এবি এম মানিকুজ্জামান। এর বাইরে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকের জন্য ২০ জনকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন- ক্যাপ্টেন আখতার হাবীব, ক্যাপ্টেন একেএম শেরাফুল্লাহ, ক্যাপ্টেন এম মামুনুর রশীদ, কমান্ডার এম কামরুল হাছান, লে. কমান্ডার খোইরোম লেইশেম, লে. কমান্ডার এম ইমরান হোসেন খান, চিফ ইআরএ এম একে আজাদ, ইআরএ-৩ এমএ মান্নান, ইএ-৪ মো. মোরশেদুল হক ও স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর। এ ছাড়া প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়েছে। এরা হলেন- কমান্ডার এম ফজলুল কাদের, লে. কমান্ডার মোহাম্মদ আলী, লে. কমান্ডার এ আর আল-আমিন, লে. কমান্ডার এম খলিলুর রহমান, আইন কর্মকর্তা এম মনোয়ার হোসেন, এমসিপিও (ই) ভোলানাথ চন্দ, ইআরএ-৩ কনক বড়ুয়া, পিও (রাইটার) রফিক উদ্দিন, এলএস বিধান দেব ও এমই-১ ইমতিয়াখ মাহমুদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status