খেলা

শেষটাও নিজেদের করে নিতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের নাকের ডগা থেকে। এরপর টেস্ট সিরিজও করেছে নিজেদের। এবার টি-টোয়েন্টি সিরিজটা জিতে ঘরে ফিরতে চায় লঙ্কানরা। আড়াই দিনে টেস্ট জিতে দু’দিন বিশ্রামে ছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। গতকাল দিনেশ চান্ডিমালের দল মিরপুর শেরেবাংলা মাঠে চলে আসে সকাল ৯টায়। আগেই জানিয়ে দিয়েছিল অনুশীলন করলেও কথা হবে না সংবাদমাধ্যমের সঙ্গে। কিন্তু মাঠ ছাড়ার আগে কথা বলেন অলরাউন্ডার থিসারা পেরেরা। সেখানেই তিনি বাংলাদেশকে সমীহ করার পাশাপাশি জনিয়েছেন তারা এখন শেষটিও নিজেদের করে নিতে ব্যাকুল হয়ে আছেন। তিনি বলেন, ‘ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে টেস্ট দলকে ভালো একটা মোমেন্টাম এনে দিয়েছে ক্রিকেটাররা। সেটিই তারা বাগিয়ে নিয়েছে। এখন টেস্ট দল যেটা করেছে তেমন কিছুই আমাদের করতে হবে। একজন শ্রীলঙ্কান হিসেবে আমি মনে করি, আমার দল টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট।’
শ্রীলঙ্কা প্রস্তুত টি-টোয়েন্টি দল নিয়ে। কিন্তু বাংলাদেশ দল তখনো অধিনায়কই ঘোষণা করতে পারেনি। সাকিব আল হাসান টেস্টের পর খেলতে পারছেন না টি-টোয়েন্টিতেও। তাই এখানেও তার অভাবটা বেশ বড় হয়ে আসবে টাইগারদের জন্য। শ্রীলঙ্কাও ভালোভাবে জানে সাকিবহীন বাংলাদেশ বড় দুর্বল। এতে তাদেরই সুবিধা বেশি তবে। থিসারা বিষয়টি একটু ঘুরিয়ে বললেন। তার মতে সাকিব না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তিনি বলেন, ‘সবাই জানে সাকিব একজন প্রতিভাবান ক্রিকেটার। সে ম্যাচ ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। তাই আমি মনে করি, সাকিবের ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি।’ ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে নিজেদের ভুলে। পরিকল্পনাতে ভুল ছিল সেই সঙ্গে বাজে ফিল্ডিং, ব্যাটিংয়ের সময় বেপরোয়া হয়ে উইকেট বিলিয়ে দেয়ার খেসারত দিতে হয়েছে। টি-টোয়েন্টিতেও যে এমন ভুল করলে সিরিজ হারাতে হবে তা বেশ ভালো করেই জানেন থিসারা। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা যেখানে কেউই বলতে পারবে না হার-জিতের ব্যাপারে। কিন্তু যারা কম ভুল করবে তারা ম্যাচটা জিতবে। আমি জানি বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তারা ব্যাক টু ব্যাক দুটো সিরিজ হেরেছে। আমি আশা রাখি তারা আগের দুটি সিরিজের চেয়ে এখানে ভালো করবে।’
ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের সেরা খেলোয়াড় হন পেরেরা। ব্যাট-হাতেও রেখেছেন দারুণ ভূমিকা। রঙিন পোশাকের ক্রিকেটে শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও রাখতে চান বড় অবদান। এর আগে ২০১৪ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচে থিসারাই বাংলাদেশের মুখ থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status