বাংলারজমিন

সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ অবৈধ সরকার পুনরায় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়াকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। গতকাল দুপুরে বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা একথা বলেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্‌ চৌধুরী সাদেকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ এমএ হক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সিনিয়র সহ-সভাপতি আবুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা উপদেষ্টা অ্যাডভোকেট এটিএম ফয়েজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালেহা কবির শেপী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি: খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে নরসিংদীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক মহিলা এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে কুমিল্লায় অবস্থান ধর্মঘট পালন করেছে কুমিল্লা দক্ষিণ ও মহানগর বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দী্রয় বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক, মহানগর যুবদলের সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, জেলা ছাত্রদল নেতা সবুজ, রুমান হাসান, বদরুল হাসান রাব্বু, মো. নয়ন, ওমর ফারুক সার্কিট, শরীফ হোসেন প্রমুখ।
নাটোর
নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাকর্মীদের হয়রানি এবং গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাটোর বিএনপি। গতকাল বেলা ১২টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা
বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ ও বিএনপি নেতা খবির উদ্দিন শাহ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার বুঝে গেছে বিএনপি নির্বাচনে গেলে তাদের পরাজয় নিশ্চিত। সেজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই সম্পূর্ণ অবৈধভাবে তার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডের রায় ঘোষণার আগের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন তাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। কোনো প্রকারের অভিযোগ ছাড়াই তাদের গ্রেপ্তার করে মিথ্য মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। কোনো কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না তাদের। সংবাদ সম্মেলন করতেও পুলিশি বাধা দেয়া হচ্ছে। দলীয় কার্যালয়ের সামনে নিয়মিত পুলিশ পাহারায় রাখা হচ্ছে। সেখানে কোনো নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তাদের দাবি অবিলম্বে বেগম জিয়াসহ বিএনপির সব নেতাকর্মীকে মুক্তি দেয়া হোক।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির ২য় দিনে অবস্থান ধর্মঘট পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকাল থেকে শহরের পুরাতন বাস স্টেশনে দলীয় নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট পালন করে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, আকবর আলী, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরে নূর আলী, আনিসুল হক, এটিএম হেলাল, নূর হোসেন, সুয়েব আহমদ, নজরুল ইসলাম, সাইফুল্লাহ হাসান জুনেদ প্রমুখ।
ঘাটাইল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে অবস্থান ধর্মঘট পালন করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া, সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিম, জেলা বিএনপির সহ- সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবু বকর সিদ্দিক, হেলালুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক জামুরিয়া, ইউনিয়নের চেয়ারম্যান শামীম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, সাবেক সভাপতি শামসুল আলম, দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রমুখ।
লালমনিরহাট
লালমনিরহাট প্রতিনিধি: খালেদা জিয়ার মুক্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি গতকাল সকালে বড়বাড়ী মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাটের বড়বাড়ীতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানিকগঞ্জে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ যাদু,আব্দুস সালাম বাদল, নুরুল ইসলাম, তুহিনুর রহমান তুহিন, জিয়া উদ্দিন কবীর, জেলা ছাত্রদলের সহসভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স প্রমুখ।
মৌলভীবাজার
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সকাল ১০টায় চৌমুহনা চত্তরে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদল নেতা আব্দুল ওয়াহিদ, পৌর কাউন্সিলার বায়েস আহমেদ, সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শেখ শামীম জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহাদ মিয়া, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুহাইমিন কবির, কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল মিয়া এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ঘাটাইল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : অবস্থান ধর্মঘট পালন করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া, সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিম, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক ,সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, হেলালুর রহমান খান, সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যোন শামীম খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার, সাবেক সভাপতি শামসুল আলম, দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status