তথ্য প্রযুক্তি

ভুলের কথা স্বীকার করলেন জাকারবার্গ

মানবজমিন ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ১২:৫৪ অপরাহ্ন

ফেসবুকের ১৪ তম জন্মদিন উপলক্ষে আত্মসমালোচনা করলেন অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি অবলীলায় নিজের ভুলগুলো স্বীকার করে নিলেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এই ফেসবুক। এখানে যোগ দিয়েছেন বিশ্বের ক্ষমতাধর বহু রাষ্ট্রপ্রধান, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণির মানুষ। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২০০ কোটি। এমন এক প্লাটফরমে দাঁড়িয়ে মার্ক জাকারবার্গ বললেন, বছরের পর বছর ধরে আমি এমন সব ভুল করেছি যা আপনারা অনুমান করতে পারবেন। তিনি স্বীকার করেন, আমি প্রযুক্তিগত ও খারাপ চুক্তির মতো ডজন ডজন ভুল করেছি। ভুল মানুষের ওপর আমি আস্থা রেখেছি। ভুল ভূমিকায় আমি মেধাবী মানুষকে বসিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ একটি ট্রেন্ড বা প্রবণতার বিষয় আমি মিস করেছি। আমি অন্যদের ধীরগতি সম্পন্ন করেছি। আমি একের পর এক প্রোডাক্ট সামনে এনেছি। কিন্তু তা ব্যর্থ হয়েছে। ফেসবুকের ১৪ তম জন্মদিন উপলক্ষে হার্ভার্ডে পড়া জাকারবার্গ নিজের সাইটে এক পোস্টে এসব কথা বলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status