ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

প্রেমের টানে সুনামগঞ্জে আসা ভারতীয় তরুণীকে নিজ দেশে ফেরত

সুনামগঞ্জ প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ৪ মে ২০২৪, শনিবার, ১১:৩১ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশি যুবকের প্রেমের টানে সুনামগঞ্জে আসা ভারতীয় তরুণীকে সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত যাওয়া ভারতীয় তরুণীর নাম ওয়ানপলি জিং কেমেন নংগ্রাম। ওই তরুণী গত এক সপ্তাহ পূর্বে প্রেমের টানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কলোনি গ্রামের আবুল হাশেমের ছেলে মারুফের বাড়িতে চলে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে শুক্রবার (৩রা এপ্রিল) রাতে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা   উপস্থিত ছিলেন। 
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার কলোনি গ্রামের আবুল হাশেমের ছেলে মারুফ সীমান্তের ওপারে যাওয়া - আসা করত। এর সুবাদে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট খাসি হিল এলাকার তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৮ এপ্রিল ওই তরুণী মারুফের বাড়িতে চলে আসেন। তখন খাসিয়া সম্প্রদায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বিষয়টি জানায়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে নংগ্রামকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেয় বিজিবি। একপর্যায়ে গত
শুক্রবার রাতে  বিজিবি-বিএসএফ'র পতাকা বৈঠকের মাধ্যমে খাসিয়া তরুণীর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন, প্রেমের টানে বাংলাদেশ আসা তরণীকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিষয়টি শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়েছে।

পাঠকের মতামত

পাকিস্তানের মেয়ে সীমা হায়দার চার সন্তানের জননী হবার পরেও ভারতের হিন্দু ছেলেকে বিয়ে করে থাকতে পারছে। বিএসএফ তাকে পাকিস্তানে ফেরত পাঠায়নি। এদিকে বিজিবি বিএসএফের হুকুমে মেয়েটিকে ভারত পাঠিয়ে দিল।

মজলুম বনি আদম
৫ মে ২০২৪, রবিবার, ২:০৩ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status