ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

৮ দিন ধরে নিখোঁজ রাফি, থামছে না মায়ের কান্না

ফাহিমা আক্তার সুমি
৪ মে ২০২৪, শনিবার
mzamin

আমার সন্তানটি ৮ দিন ধরে নিখোঁজ। সে কোথায়? তার কোনো সন্ধান নেই। আমার ছেলেকে খুঁজে দেন। সন্তানহারা বাবা-মা শুধু বোঝে এই কষ্ট। অলি-গলিতে রাত-দিন খুঁজছি কোথাও তার খোঁজ পাচ্ছি না। সন্তানকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন আনিছ মিয়া। ঢাকার তেজগাঁও থেকে নিখোঁজ হয় ১১ বছরের শিশু রবিউল হাসান রাফি। সে তেজকুনীপাড়া বাইতুল ফালা জামে মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করে। বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে সে মাদ্রাসায় যায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। পুলিশ বলছে, নিখোঁজ শিশু রাফিকে খুঁজে বের করতে তারা কাজ করছেন। 

রাফির বাবা আনিছ মিয়া মানবজমিনকে বলেন, এমন কোনো জায়গা নেই যে ছেলেকে খুঁজিনি।

বিজ্ঞাপন
তেজগাঁও রেল স্টেশন এরিয়ার ভিডিও ফুটেজে আমার ছেলেকে দেখা যাচ্ছে। ২৮ এপ্রিল তেজগাঁও থানায় এই ঘটনায় জিডি করি। এই পর্যন্ত আমরা খুঁজছি, পাইনি। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ সেখানেও খোঁজ নিয়েছি নেই। রাতদিন পাগলের মতো খুঁজছি ছেলেকে। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। মাদ্রাসার শিক্ষকরাও তাকে খুব ভালোবাসে। সে হিফ্জ বিভাগের ছাত্র ছিল। আমার দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এখানেই পড়ে। ময়মনসিংহ থেকে অনেক আগে ঢাকায় এসেছি। এখানে কাঁচামালের ব্যবসা করি। কমলাপুরসহ ঢাকার এমন কোনো জায়গা নেই তাকে খুঁজিনি। তিনি বলেন, ওর মা সালমা আক্তার অসুস্থ হয়ে পড়ছে। আজ ৮ দিন, আমার বাসায় কোনো খাবার রান্না হয়নি। কেউ খেতে পারছি না, গলা থেকে খাবার নামছে না। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারছি না। শুধু বলছে, আমার ছেলেকে এনে দাও। আর আমি তো বাবা কাঁদতে পারছি না। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। শুধু একটু পানি খেয়ে বেঁচে আছি। গভীর রাত পর্যন্ত ছেলের ফিরে আসার অপেক্ষায় প্রতিদিন রেল স্টেশনে গিয়ে বসে থাকি। ঢাকার বাইরেও খুঁজতে গিয়েছি। বিভিন্ন সেন্টারে যাচ্ছি। এই পৃথিবীতে সন্তানের কষ্ট টাকা দিয়ে মেটানো যায় না। সন্তান সবকিছুর ঊর্ধ্বে। আমার সন্তানটি ভালোভাবে ফিরে আসুক। আমার ৩ বছরের একমাত্র মেয়ে শুধু বারবার ওর ভাইয়ের কথা বলে কাঁদছে। ও পড়াশোনায় কখনো অবহেলা করতো না। ও আমাদের বাসার ঠিকানা, ফোন নাম্বার সব জানে। মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। বাসায় শুধু খাবার সময় এসে খেয়ে যেতো। শুক্রবার সন্ধ্যায় ওর আম্মুকে বলে, ‘আম্মু আমি মাদ্রাসায় যাচ্ছি।’

তেজগাঁও থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) তিনি বলেন, এপ্রিলের ২৬ তারিখ সন্ধ্যা ৬টার সময় আমার বর্তমান বাসা ১৯৪/৩ তেজতুরীপাড়ার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে সে মাদ্রাসায় যায়নি। বাড়িতেও ফিরে আসেনি। পরে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। সে সবুজ রং এর একটি পাঞ্জাবি পরা ছিল। তার উচ্চতা ৩ ফিট ৫ ইঞ্চি।

এদিকে তেজগাঁও রেল স্টেশন এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রবিউল হাসান রাফি দুইজন পথশিশু ও এক তরুণের সঙ্গে তেজগাঁও রেল স্টেশনের ভিতরে প্রবেশ করে। সেখানে আরও অনেক যাত্রী অপেক্ষামান ছিল। থেমে ছিল একটি ট্রেন। ওই তিনজনসহ রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার তাদের সঙ্গে সামনের দিকে হেঁটে যায়। রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকে। এ সময় রাফির গায়ের সবুজ পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি পরা ছিল।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন মানবজমিনকে বলেন, এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। আমরা রবিউল হাসান রাফির সন্ধানে কাজ করছি।

 

পাঠকের মতামত

যারা পথশিশুদের দিয়ে ভিক্ষার কাজ করায়, তাদের কাছে পুলিশের মাধ্যমে খোঁজ নিতে হবে। বাচ্চাটা হয়তো ওদের ক্ষপ্পরে পড়েছে। যেহেতু, তাকে তেজগাঁও এলাকায় দেখা গেছে।

Kamrul hasan
৪ মে ২০২৪, শনিবার, ১০:১০ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status